ম্যাজিক লণ্ঠন ডেস্ক
প্রকাশিত ১১ জানুয়ারী ২০২৩ ১২:০০ মিনিট
অন্যকে জানাতে পারেন:
সেরা গানে গোল্ডেন গ্লোব পেলো ভারতীয় চলচ্চিত্র ‘আরআরআর’
ম্যাজিক লণ্ঠন ডেস্ক
হলিউডের সবচেয়ে বড়ো পুরস্কার বিতরণী অনুষ্ঠান ৮০তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড পেলো রাজামৌলি নির্মিত ব্লকব্লাস্টার মুভি ‘আরআরআর’। নাটু নাটু শীর্ষক গানের জন্য সেরা গানে চলচ্চিত্রটি গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড পেলো।
এবারের অ্যাওয়ার্ডে ‘আরআরআর’ সেরা অ-ইংরেজি ভাষার চলচ্চিত্রের জন্যও প্রতিদ্বন্দ্বিতা করছিলো। তবে আর্জেন্টিনার ‘আর্জেন্টিনা-১৯৮৫ ’ চলচ্চিত্রের বিপরীতে জিততে পারেনি।
দুই রিয়েল-লাইফ হিরো কোমারাম ভিম ও অল্লুরি সীতারামা রাজুর জীবনী নিয়ে নির্মিত ‘আর আর আর’ এখন বিশ্বজয় করেছে। চলচ্চিত্রে রাজুর চরিত্রে রাম চরণ ও ভিমের চরিত্রে জুনিয়র এনটিআর দর্শকদের মন জয় করার পাশাপাশি বলিউড অভিনয়শিল্পী আলিয়া ভাট, অজয় দেবগণ ও শ্রিয়া শরণের উপস্থিতিও মানুষকে কাছে টেনেছে। এছাড়া চলচ্চিত্রটিতে ব্রিটিশ অভিনেতা রে স্টিভেনসন ও অ্যালিসন ডুডি’র অভিনয়ও দর্শকদের নজর কেড়েছে।
গত বছর মার্চ মাসে মুক্তি পায় ‘আরআরআর’। বক্স অফিসে অল্প সময়ের মধ্যেই চলচ্চিত্রটি ১,২০০ কোটি টাকার বেশি আয় করে।
এবারের গোল্ডেন গ্লোবের চূড়ান্ত আসর বসে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস রাজ্যের বেভারলি হিল শহরে। এ বছর গোল্ডেন গ্লোবের শর্ট লিস্টে থাকা সিনেমাগুলো থেকেই চূড়ান্ত মনোনয়ন পায় পাঁচটি সিনেমা। বিদেশি ভাষা বা নন ইংরেজি ভাষার সিনেমার মধ্যে এই তালিকায় প্রতিযোগিতা করে আর্জেন্টিনার সিনেমা ‘আর্জেন্টিনা-১৯৮৫ ’, বেলজিয়াম, ফ্রান্স ও নেদারল্যান্ডসের সিনেমা ‘ক্লোজ’, সাউথ কোরিয়ার সিনেমা ‘ডিসিশন টু লিভ’ এ ছাড়া ভারতীয় সিনেমা ‘আরআরআর’ প্রতিযোগিতা করছে।
প্রসঙ্গত, প্রায় ১০ বছর আগে স্লামডগ মিলিয়নিয়ার চলচ্চিত্রের জন্য গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ড পায় ভারত। ড্যানি বয়েলের এই চলচ্চিত্রের জন্য এআর রহমান সেরা অরিজিন্যাল গান বিভাগে পুরস্কার পেয়েছিলেন। এর আগে ১৯৫৭ সালে ভি শান্তারামের দো আঁখে বার হাত চলচ্চিত্র প্রথম ভারতীয় চলচ্চিত্র হিসেবে গোল্ডেন গ্লোব পুরস্কার পায় ভারত।
এ সম্পর্কিত আরও পড়ুন