Magic Lanthon

               

ম্যাজিক লণ্ঠন ডেস্ক

প্রকাশিত ১৮ জানুয়ারী ২০২৩ ১২:০০ মিনিট

অন্যকে জানাতে পারেন:

 ‘একেনবাবু’ চরিত্রের স্রষ্টা সুজন দাশগুপ্তের মৃত্যু

ম্যাজিক লণ্ঠন ডেস্ক


একেনবাবু’ চরিত্রের স্রষ্টা সুজন দাশগুপ্ত (বাঁয়ে), একেন বাবুর চরিত্রে অনির্বাণ চক্রবর্তী (ডানে)


হৃদরোগে আক্রান্ত হয়ে ‘একেনবাবু’ চরিত্রের স্রষ্টা সুজন দাশগুপ্ত (৭৮) মৃত্যুবরণ করেছেন।  পুলিশ ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে এমন তথ্যই জানিয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে বলা হয়েছে।

গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দক্ষিণ কলকাতার সার্ভে পার্ক থানা এলাকার একটি বহুতল ভবনে থাকতেন সুজন। তার ফ্ল্যাটে শোয়ার ঘরের মেঝেতে শৌচাগারের পাশেই তার দেহ পড়েছিলো। পুলিশকে উদ্ধৃত করে কলকাতার সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ঘরের ভিতর থেকে দরজা বন্ধ ছিলো। বুধবার বিকেলে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট থেকে জানা গিয়েছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়েই মৃত্যু হয় তার।

বুধবার সকাল ১০.০৫ মিনিটে তার দক্ষিণ কলকাতার অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার করা হয় মৃতদেহ।  ৫০ বছর ধরে তিনি আমেরিকাতেই থাকতেন। তবে আমেরিকা প্রবাসী সুজন দাশগুপ্ত বেশ কয়েকদিন ধরেই বাস করছিলেন কলকাতার এই অ্যাপার্টমেন্টে। মঙ্গলবার রাতে বাড়িতে একাই ছিলেন লেখক। সেখানেই তার মরদেহ উদ্ধার করা হয়।

পেশায় সুজন দাশগুপ্ত ছিলেন প্রযুক্তিকর্মী।  কর্মজীবনের অধিকাংশই কেটেছে মার্কিন মুলুকে।  সেখান থেকেই ‘একেন বাবু’ চরিত্রটির জন্ম।  নয়ের দশকে আনন্দমেলায় একাধিকবার প্রকাশ হয়েছে একেন বাবুর গল্প। বড় পর্দা এবং ওটিটিতে প্রবল জনপ্রিয়তা পেয়েছে চরিত্রটি।

আমেরিকা প্রবাসী হলেও বেশ কয়েকমাস কলকাতার ফ্ল্যাটে ছিলেন সুজন দাশগুপ্ত।  মঙ্গলবারই শান্তিনিকেতন যান তার স্ত্রী।  বাড়িতে একাই ছিলেন তিনি। পরিচারিকা এসে ডাকলেও দরজা খোলেননি সুজনবাবু। তাদের একমাত্র মেয়ে থাকেন আমেরিকায়। পরিচারিকা সকাল ১০টা নাগাদ কলিং বেল বাজালেও দরজা না খোলায় অ্যাপার্টমেন্টের সিকিউরিটিকে ডাকেন পরিচারিকা। তারা দরজা না ভাঙতে পারায় ডাকা হয় পুলিশকে ও লেখকের শ্যালককে। সার্ভে পার্ক থানার পুলিশ এসে দরজা ভেঙে ঘরে ঢোকেন। দরজাটি ভিতর থেকে লক করা ছিলো। ঘরে ঢুকে দেখা যায় বেডরুমের মেঝেতে ওয়াশরুমের সামনে পড়ে রয়েছেন সুজনবাবু।

২ জানুয়ারি সর্বশেষ ফেসবুকে ছবি পোস্ট করেছিলেন সুজন। যুক্তরাষ্ট্র থেকে নাতি-নাতনিরা যে কলকাতায় আসছে, সে খবর দিয়ে।

২০১৮ সালে স্ট্রিমিং প্ল্যাটফর্ম হইচইতে প্রথম সিজন প্রচারের পর ‘একেন বাবু’ ব্যাপক জনপ্রিয়তা পায়।  পরে সিরিজটির ৬টি সিজনে ৩৯টি পর্ব প্রচার হয়। পরে গত বছর মুক্তি পায় ‘একেন বাবু’কে নিয়ে সিনেমাও। সিরিজ ও সিনেমায় একেন বাবুর চরিত্রে অভিনয় করেন অনির্বাণ চক্রবর্তী।

সূত্র : এডিটরজি বাংলা’, জি নিউজ, প্রথম আলো।

এ সম্পর্কিত আরও পড়ুন