Magic Lanthon

               

ম্যাজিক লণ্ঠন ডেস্ক

প্রকাশিত ০৩ ডিসেম্বর ২০২২ ১২:০০ মিনিট

অন্যকে জানাতে পারেন:

সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভালোবাসতে শেখায় ‘মিস্টার এন্ড মিসেস আইয়ার’

ম্যাজিক লণ্ঠন ডেস্ক


ছবির নাম : মিস্টার এন্ড মিসেস আইয়ার

পরিচালক : অপর্ণা সেন

নির্মাণকাল : ২০০২ সাল, ভারত

সম্পাদনা : রবি রঞ্জন মৈত্র

সঙ্গীত পরিচালক : ওস্তাদ জাকির হুসাইন

সিনেমাটোগ্রাফি : গৌতম ঘোষ

ব্যাপ্তি : দুই ঘন্টা ২ মিনিট

 

দূরপাল্লার যাত্রীবাহী বাস। গন্তব্যে পৌঁছানোর লক্ষ্য বাদ দিলে যাত্রীরা সবাই আলাদা। একই সঙ্গে আলাদা তাদের বয়স, বিশ্বাস ও সংস্কৃতি। অনেকটা ভারত রাষ্ট্রের প্রকাশিত ক্ষুদ্র রূপ। তাদের মধ্যে পারস্পারিক ক্ষোভের হিংস্রতা আর সহযাত্রীর প্রতি সহানুভূতির ভালোবাসা বয়ে নিয়ে বাসটি থেমে যায় হিন্দু প্রধান একটি এলাকায়। যেখানে তাদের জন্য অপেক্ষা করছিল সাম্প্রদায়িক দাঙ্গার বীভৎসতা। এবং মৃত্যুকে খুব কাছ থেকে দেখার অভিজ্ঞতা।

জাহাঙ্গীর চৌধুরী রাজা, ওয়াইল্ড-লাইফ ফটোগ্রাফার। বাসে তার সঙ্গে পরিচয় হয় মিনাক্ষি আইয়ারের। এক বছরের সুলতানাকে নিয়ে বাসে কিছুটা নিঃসঙ্গ মিনাক্ষি। বাস চলতে থাকে। অদ্ভূত এক সম্পর্কে জড়িয়ে পড়েন তারা। মৌলবাদী হিন্দুদের আক্রোশ থেকে রাজা বেঁচে যান মিনাক্ষির স্বামী পরিচয়ে। উদ্ভূত সঙ্কটে সহযাত্রীর প্রতি দায়িত্ব এক পর্যায়ে রূপ নেয় ভালোবাসায়। প্রতিকুল পরিবেশ, ধর্মীয় সত্ত্বা আর মানবিক ভালোবাসার বৈপরীত্য এগিয়ে চলে ছবির চরিত্ররা।

২০০২ সালে পরিচালক ও চিত্রনাট্য শাখায় ভারতের জাতীয় পুরস্কার পায় মিস্টার এন্ড মিসেস আইয়ার। এছাড়া ৫৫তম লোকার্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ ২০০২ সহ বেশ কয়েকটি উৎসবে ছবিটি প্রসংশিত ও পুরস্কৃত হয়।


অভিনয় : রাহুল বোস, কঙ্কনা সেন শর্মা, এশা চৌহান, সুরেখা সিক্রি, অঞ্জন দত্তসহ অনেকে।

 

অপর্ণা সেন ও তার আরও সিনেমা : ক্যারিয়ার শুরু সত্যজিৎ রায়ের তিনকন্যা (১৯৬১) সিনেমার মৃন্ময়ী চরিত্র দিয়ে। অভিনয় দিয়ে শুরু হলেও অপর্ণা সেন পরবর্তীতে পুরোদস্তর পরিচালক হয়ে উঠেন। ১৯৮১ সালে প্রথম নির্মাণ করেন ৩৬ চৌরঙ্গী লেন। পরিচালক হিসেবে গল্প উপস্থাপনের ক্ষেত্রে সবসময়ই অপর্ণার মেজাজে অনেকটা ভিন্নতা ছিল। একই সঙ্গে ভিন্নতা রয়েছে সিনেমার গল্প নির্বাচনের ক্ষেত্রেও। পরবর্তীতে একে একে তিনি নির্মাণ করেন পরমা (১৯৮৪), সতী (১৯৮৯), উনিশে এপ্রিল (১৯৯৪), পারমিতার একদিন (২০০০), ১৫ পার্ক এভিনিউ (২০০৫), দ্য জাপানিজ ওয়াইফ (২০১০)। বর্তমানে তিনি কাজ করছেন ইতি মৃনালিনী নামে একটি সিনেমার। 

 

এ সম্পর্কিত আরও পড়ুন