Magic Lanthon

               

৩য় সংখ্যা, জুলাই ২০১২


No image available

ফারুকীর সিনেমা : নতুন ভাষা, নতুন পরিচয় নির্মাণ   

ভাষার সহজ-সরল-সাধারণ সংজ্ঞা দিয়ে যদি শুরু করি তাহলে বলতে হয়, মানুষের মনের ভাব আদান-প্রদান এবং জ্ঞান অর্জনের প্রতীকময় মাধ্যমই হলো ভাষা। পৃথিবীর প্রত্যেকটি ভাষার একটি নিজস্ব কাঠামো থাকে। শব্দের উচ্চারণ, প্রাকৃতিক পরিবেশ, সামাজিক-বোধ প্রভৃতি নিয়েই ভাষার সেই আন্তরিক

আসাদ লাবলু


টিভি-নাটকের ডিসকোর্স, টেলিফিল্ম ও ফিল্ম কোন্‌টাকে বলি ফিল্ম

  প্রশ্নটা প্রথম মনে এসেছিলো কয়েক বছর আগে, যখন ফারুকীর ব্যাচেলর (২০০৩) চলচ্চিত্রটি দেখি। ব্যাচেলর দেখার আগে অবশ্য আমি চড়ুইভাতি দেখিনি। এক বন্ধু বললো, এই চলচ্চিত্রটির প্রিকুয়্যাল একটি নাটক আছে, নাম চড়ুইভাতি। সে-সময় খুব আগ্রহ নিয়ে দেখেছিলাম সেই নাটক। জেনেছিলাম,

কাজী মামুন হায়দার


হুমায়ূনের চলচ্চিত্র : কাউন্টার-ডিসকোর্সে মুক্তিযুদ্ধের ইতিহাস

রাজা করে রণযাত্রা; বাজে ভেরি, বাজে করতাল;কম্পমান বসুন্ধরা! মন্ত্রী ফেলি ষড়যন্ত্রজালরাজ্যে রাজ্যে বাধায় জটিল গ্রন্থি। বাণিজ্যের স্রোতধরণী বেষ্টন করে জোয়ার-ভাঁটায়। পণ্যপোতধায় সিন্ধু পারে-পারে। বীরকীর্তিস্তম্ভ হয় গাঁথালক্ষ লক্ষ মানবকঙ্কালস্তূপে: ঊর্ধ্বে তুলি মাথাচূড়া

মাজিদ মিঠু ও মোহাম্মদ আলী মানিক


ক্ষুধার নন্দনতত্ত্ব নিয়ে সেলুলয়েডিয় রাজনীতি  

 কী বলবো সেই ফাঁদের ধোঁয়াব্যাধ বেটা দিচ্ছে খেওয়াছিয়াত্তরের মন্বন্তরে পর উইলিয়াম হান্টার তার ‘এ্যানালস অব দ্য রুরাল বেঙ্গল’ গ্রন্থে অত্যন্ত বিস্ময় সহকারে একটি ঘটনা উল্লেখ করেন। তিনি বলেন, ‘কলকাতা ও মুর্শিদাবাদের মত সব বড়ো বড়ো শহরের বড়ো বড়ো দোকানগুলো থরে থরে নানা

রুবেল পারভেজ


দুই রাষ্ট্রের মাঝে গড়ে ওঠা তৃতীয় রাষ্ট্রের সন্ধানে

আজ   থেকে ৪০ বছর আগে যে-সীমান্ত ছিলো আমাদের আশ্রয়ধাত্রী, বেঁচে থাকার নিশ্চয়তা­-ঠিক ৪০ বছর পর সেই একই সীমান্ত আমাদের জন্য হুমকি, মৃত্যুর কারণ ও স্বপ্নভঙ্গের বিষাক্রান্ত বিষয় হয়ে দাঁড়িয়েছে। মূল ভূখণ্ডের বাইরে সংগ্রামরত মানুষগুলো যখন নিজ রাষ্ট্রের কাছ থেকে বিতাড়িত,

মোস্তাফিজ গনি


পুরুষতন্ত্রের দখলে ঢাকাই চলচ্চিত্রের গান

রাজলক্ষ্মীর অভিশাপের জীবন। তার গানের সুরে, নাচের মুদ্রায় অভিমান আর অনুতাপের আভাস। সেই অবুঝ প্রেমের বয়সে যার গলায় বঁইচির মালা পড়িয়েছিলো, এই বাইজি জীবনের সব একান্ত সময়ে মনে-প্রাণে ছিলো তার দেবতুল্য ছবি। জীবনের যতো সুরসাধনা, নৃত্যকলা, রূপের খ্যাতি, তার চেয়েও বড়ো সাধনার

আব্দুল্লাহ আল মুক্তাদির ও রবিউল ইসলাম বাবু


সভ্যতার সঙ্কট, কবীর সুমনের সভ্যতা ও সত্যজিতের আগন্তুক

‘‘পূর্বতম দিগন্তে যে জীবন আরম্ভ হয়েছিল তার দৃশ্য অপর প্রান্ত থেকে নিঃসক্ত দৃষ্টিতে দেখতে পাচ্ছি এবং অনুভব করতে পারছি যে, আমার জীবনের এবং সমস্ত দেশের মনোবৃত্তির পরিণতি দ্বিখণ্ডিত হয়ে গেছে।’১ জীবনের প্রথম ভাগে রবীন্দ্রনাথ যেখানে সভ্য জগতের মহিমা ধ্যানে একান্ত মনে

গোলাম কিবরিয়া জুয়েল ও হাসানুর কবির


ফাটাকেষ্ট : সামাজিক অন্যায়ের অবাস্তব সমাধান

এ-কথা স্বীকার করে নেওয়া যায় যে, গত ছয়-সাত বছরের মধ্যে টালিগঞ্জের যে-কটি সিনেমা ব্যবসাসফল ও জনপ্রিয় হয়েছে তার তালিকায় এমএলএ ফাটাকেষ্ট এবং মিনিস্টার ফাটাকেষ্ট উল্লেখযোগ্য। সিনেমা দুটি আমার অনেক আগেই দেখা; এবং বেশ কয়েকবার। তবে সেই দেখার পিছনে আমার দৃষ্টি ছিল দু-রকমের।

ইমরান হোসেন মিলন


গোল্ড রাশ : ব্যক্তি-মানুষ ও সমাজের স্বরুপ  সন্ধানে

শিল্পী বনাম সমাজ-এই দুইয়ের দ্বন্দ্বে তৈরি হয় শিল্প। একজন শিল্পী সমাজের মানুষের সঙ্গে সেতুবন্ধন গড়ে তুলতে চায়, যাতে তার আপন প্রকাশ গ্রহণযোগ্য হয়ে ওঠে; এর সঙ্গে যুক্ত হয় শিল্পীর নিজস্ব চিন্তা-চেতনা ও ধ্যান-ধারণা। কিন্তু আজকের এই বাজারি সমাজের অনুশাসন গ্রাস করে নিতে চায়

তাহ্‌সিন আহমেদ


কিউবার চলচ্চিত্র : উপনিবেশবাদের গর্ভ থেকে বেরিয়ে আসা স্বাধীন ভ্রুণ

 উপনিবেশবাদ ইতিহাসের খুবই পুরনো এক অভিজ্ঞতা। বহু প্রাচীন থেকে দেশে দেশে কালে কালে উন্নত দেশগুলো আগ্রাসন চালিয়ে অনুন্নত দেশগুলোকে তাদের রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতিতে গড়ে তুলতো। প্রাচীন সুমেরীয়, মিসরীয়, আসিরীয়, পারস্য, রোম এবং চীনেও উপনিবেশ বা উপনিবেশবাদের অস্তিত্ব

আশফাক দোয়েল


গেরিলা : মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রের কুলীন সম্পদ নাকি সর্বগ্রাসী জাতীয়তাবাদের নয়া টোপ?

ইতিহাসের লক্ষণ হচ্ছে পরিপ্রেক্ষিত বিচার। তার শুরু বর্তমান থেকেই। বর্তমানে উত্থাপিত প্রশ্নের মীমাংসার সূত্র ধরেই। বর্তমান থেকে অতীতে যাওয়া তখনই, যখন অতীত সম্পর্ক-অতীত পরিপ্রেক্ষিত, বর্তমান সম্পর্ক-বর্তমান পরিপ্রেক্ষিতকে ব্যাখ্যা করে। ধারাবাহিকতা নির্মাণ করে।

আরিফ রেজা মাহ্‌মুদ


‘আমি সিনেমা বানাতে জানি, আমি সিনেমায় খাই, ঘুমাই, স্বপ্ন দেখি-আর কিছু জানি না’

চাষী নজরুল ইসলাম। ৭১-এ বন্দুক হাতে যুদ্ধ করেছিলেন হানাদার বাহিনীর বিরুদ্ধে। যুদ্ধ শেষে নতুন আরেক যুদ্ধে নামেন সিনে-ক্যামেরা নিয়ে। অবশ্য শুরুটা করেছিলেন আরও একটু আগেই। ১৯৫৫ সালে টাটানগরে নির্মিত একটি প্রামাণ্যচিত্রে অভিনয়ের মধ্যে দিয়ে চলচ্চিত্র জগতে তার প্রবেশ।

সেলিম আহ্‌মেদ ও রাজীব আহ্‌সান


ডুবসাঁতার : নতুন বাংলা সিনেমার সন্ধানে

ডুবসাঁতার, নূরুল আলম আতিকের সাম্প্রতিক চলচ্চিত্র। ডিজিটাল ফরমেটে নির্মিত এ-ছবিতে নির্মাতা একজন নেশাগ্রস্থ তরুণের করুণ পরিণতির পাশাপাশি তার প্রজন্মের অশান্ত সময়কে চিহ্নিত করেছেন, যারা রাষ্ট্রযন্ত্র কর্তৃক চরম উদাসিন্যের শিকার। ছবির কাহিনী আবর্তিত হয়েছে এক স্বামীহারা

এন. রাশেদ চৌধুরী


‘সহিংসতার প্রকাশকে আমি নেতিবাচক না ভেবে শারীরিক ভাষা বলতেই বেশি পছন্দ করি’

পৃথিবীতে যে-কয়েকটি দেশের চলচ্চিত্রে হলিউডের ওপর নির্ভরতা নেই, তাদের মধ্যে অন্যতম দক্ষিণ কোরিয়া। ক্রমবর্ধমান আঞ্চলিক সামাজিক ইস্যু ও অপ্রত্যাশিত নানা ঘটনা দক্ষিণ কোরিয়ার সিনেমাকে হলিউডি সিনেমা থেকে পৃথক করেছে। আজকের এই পথচলা শুরু হয়েছিলো ১৯০৩ সালে। ১৯৪৪ সালে

কৃষ্ণ কুমার


ডুবসাঁতার এই মুহূর্তে নিষ্প্রয়োজন

সাউন্ডট্র্যাকে শোনা যায় ট্রেনের শব্দ। লাইন পারাপার হওয়ার সময় এক নারী ট্রেন দেখে দাঁড়িয়ে যায় এবং অপেক্ষায় থাকে ট্রেনটি প্রস্থানের জন্যে। ঠিক ওই মুহূর্তে মৃদু হেসে ফ্ল্যাশব্যাকে দেখেন, শৈশবে পুকুরে গোসল করার দৃশ্য। সেখানে সে-সমাজের ধরাবাঁধা নিয়ম ভেঙ্গে পুকুরের

মাহমুদুল হাসান পারভেজ


পাড়ে বসে ডুবসাঁতার দেখা

দিনের শুরুতে রেললাইন পার হতে দেখা যায় একটি মেয়েকে। সে মধ্যবিত্ত পরিবারের পিতৃহীন মেয়ে রেনুকা; একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। ছোটভাইতুল্য সহকর্মী অপুকে সঙ্গে নিয়ে সে মাদকাসক্তদের খোঁজখবর করতে বেরোয়; তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার লক্ষ্যে। বাড়িতে অন্ধ বড়োভাই

মিন্টু দে


‘জহির রায়হানের খোঁজ পাওয়া গেছে’

  ম্যাজিক লণ্ঠন কথামালা-১ বিষয় : ‘জহির রায়হানের খোঁজ পাওয়া গেছে’ কথা উপস্থাপনায় : নুরুল আলম আতিক স্থান : ১২৩, রবীন্দ্র কলাভবন, রাজশাহী বিশ্ববিদ্যালয়। সময় : ১৪ মে ২০১২, বিকেল সাড়ে চারটা। সঞ্চালক-১: সিনেমা, স্বপ্ন ও বাস্তবতা। এই তিন নিয়ে পথচলা শুরু। সিনেমাকে

নুরুল আলম আতিক


ফ্ল্যাহার্টি : সেলুলয়েডের সংগ্রামী এক  মানুষ    

সালটি ১৮৯৫। পৃথিবী যেনো তার ইতিহাসের পাতাটি খুলে বসেছিলো কখন লিপিবদ্ধ করবে পৃথিবীর অষ্টম আশ্চর্যের কথা। হ্যাঁ এই অষ্টম আশ্চর্যটি আর  কিছু নয়, চলচ্চিত্র। আর  সেই মাহেন্দ্রক্ষণটি ১৯ মার্চ। ধারণা করা হয় এই  দিনে প্রথম শ্যুট করা হয় পৃথিবীর ইতিহাসে ৪৬

হালিমা খুশি


ইএনএস লুই লুমিয়ের স্কুল, ফ্রান্স

প্যারিসকে বলা হয় বিশ্বের সবচেয়ে বড়ো চলচ্চিত্র শহর। একই সঙ্গে এটি ইউরোপের সবচেয়ে বড়ো প্রোডাকশন হাউসও। ১১৭ বছর আগে যখন এই শহরের সৌন্দর্যকে প্রথম মোশন পিকচারস-এ ধরা হয়েছিলো, তখন থেকেই প্যারিসে ক্রমাগত সাংস্কৃতিক ও কারিগরি দক্ষতা বৃদ্ধি পেতে থাকে। ফলে প্যারিস

সাবিহা তমা


বাংলা ভাষায় চলচ্চিত্রের আকর গ্রন্থ : চলচ্চিত্রের অভিধান

দর্শক-শ্রোতা নিজ নিজ শিক্ষা অভিজ্ঞতা দিয়ে যেকোনো বিষয় বিচার-বিশ্লেষণ ও বোঝার চেষ্টা করেন। যেকোনো শিল্প (আর্ট) যেমন-চিত্রকলা, সাহিত্য, নাটক, আলোকচিত্র ও চলচ্চিত্রের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। তবে শিল্পরস আস্বাদনে প্রাতিষ্ঠানিক শিক্ষা কতোটা দরকার তা একটি বিতর্কের বিষয়।

জাহাঙ্গীর আলম


প্রথম আলোর ইউনূসীয় দেশপ্রেম, উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ

১. বর্তমান সামাজিক বাস্তবতায় গণমাধ্যমগুলো এক অপ্রতিরোধ্য শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে আমাদের জীবনে। একই সঙ্গে সমাজের সব শ্রেণীর মানুষের প্রাত্যহিক জীবনে অতি-গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হয়ে উঠেছে এই গণমাধ্যম। এ-ক্ষেত্রে গণমাধ্যমের প্রধান দুই মাধ্যম অর্থাৎ মুদ্রণ

দেবাশীষ কে.রায়


রেডিও পদ্মা : ঢাকাই এফএম থেকে পৃথক করা দায়

সময়ের অবগুণ্ঠনে বিশ্বব্যাপী তথ্য-প্রবাহের জোয়ার বইছে।প্রযুক্তির বদৌলতে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়ানো এখন ক্ষুদ্র সময়ের ব্যাপারমাত্র।তথ্য নিরিখের এই মানচিত্রে সবচেয়ে বেশি জায়গা দখল করে আছে গণমাধ্যম।প্রয়োজনের ভিন্নতায় এই গণমাধ্যম আছে

এম জিয়াউল হক সরকার


আবেগ, অনুভূতি নিয়ে ‘বাতাস’-এর খেলা

১. এক সময়ের আদিম সমাজ, দ্বন্দ্ব ও সময়ের ধারাবাহিকতায় আজ   রূপ নিয়েছে বাজারি সমাজে। আদিম সমাজে পশু-শিকার যেমন একটি উপাদানরূপে সক্রিয় ছিলো, তেমনি বর্তমান বাজারি সমাজে পণ্য-উৎপাদন এবং সেই পণ্য ক্রয়-বিক্রয়ের নানা প্রক্রিয়া সক্রিয় রয়েছে। বাজারি সমাজের এই প্রক্রিয়া

তৈয়ব তরুণ