২৬তম সংখা , জানুয়ারি ২০২৪
মৃণাল সেন, সমকালীন বোধের বাতিঘর
ভারতীয় প্যারালাল চলচ্চিত্রের তিন দিকপাল নির্মাতাদের একজন মৃণাল সেন। সত্যজিৎ ও ঋত্বিকের সমসাময়িক এই অত্যর চলচ্চিত্রনির্মাতা তার ব্যতিক্রমধর্মী কাজ এবং বলিষ্ঠ রাজনৈতিক বক্তব্যের ভেতর দিয়ে আজও ভারত তথা বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে গুরুত্বপূর্ণ নির্মাতার স্থানে
একজন মৃণাল সেন ও তার মায়াময় করস্পর্শের অমলিন স্মৃতি
ধবল জোছনা হেমন্তের মৃদু কুয়াশার সঙ্গে মাখামাখি করে গলে পড়ছে কর্ণফুলির বুকে। নদীর ঝিরঝিরে হাওয়া আমার গাল ছুঁয়ে পেছনের পাহাড়ের দিকে চলে যাচ্ছে। আর আমি পাথুরে স্তব্ধতা নিয়ে রাত্রির শেষ প্রহরে বসে আছি শান্তনুদের দোতলা বাড়ির ছাদে। আমার সামনে নক্ষত্রখচিত আকাশ, কর্ণফুলি