Magic Lanthon

               

২৫তম সংখা , জুলাই ২০২৩


প্রেম-অপ্রেম-রাজনীতি-দর্শন, অস্তিত্ব আর শিল্প ভাবনায় গদার

ভূমিকা জ্যঁ ককতো একবার বলেছিলেন, ‘Know that your work speaks only to those on the same wavelength as you.’। এই কথার রেশ ধরেই মনে পড়ে অশীতিপর রবীন্দ্রনাথ রচিত ‘জন্মদিন’ কাব্যগ্রন্থের ‘ঐকতান’ কবিতাটি ও তার সহজ স্বীকারোক্তি—‘তাই আমি মেনে নিই সে নিন্দার কথা, আমার সুরের অপূর্ণতা। আমার কবিতা, জানি আমি, গেলেও বিচিত্র

মাহমুদুল হাসান


গদারের সঙ্গে পাঁচ দিন এবং কিছু গদারীয় পাঁচালি

`কাইয়্যে দ্যু সিনেমা' পত্রিকার প্রশস্ত আলোময় কক্ষটিতে চলছে তুমুল তর্কবিতর্ক। তুলাধুনা করা হচ্ছে সদ্য মুক্তিপ্রাপ্ত হলিউড ঘরানার বস্তাপচা একটা ফরাসি সিনেমাকে। আসরের মধ্যমণি আঁদ্রে বাঁযা। তাকে ঘিরে বসে রয়েছে ফরাসি নিউ ওয়েভের পঞ্চপাণ্ডব—জ্যঁ লুক গদার, ফ্রাঁসোয়া

রাজীব আহসান