Magic Lanthon

               

১৮তম সংখা , জানুয়ারি ২০২০


চলচ্চিত্র-সঙ্গীতে ভাস্বর শাহনাজ ও সুবীর

চলচ্চিত্র, সঙ্গীত ও শিল্পী নির্বাক চলচ্চিত্রে পর্দার আড়ালের সেই কট কট, ঘট ঘট শব্দ একটা সময় পর বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছিলো। এই বিরক্তি থেকে মুক্তির প্রয়াসেই চলচ্চিত্রে প্রথম সঙ্গীতের ব্যবহার। অথচ বর্তমানে সেই সঙ্গীত ব্যতীত চলচ্চিত্র মানুষের কাছে কল্পনাতীত।

এ কে এম কৌশিক আহমেদ