Magic Lanthon

               

ম্যাজিক লণ্ঠন ডেস্ক

প্রকাশিত ২৬ এপ্রিল ২০২৩ ১২:০০ মিনিট

অন্যকে জানাতে পারেন:

চির চেনা মানুষটির ভেতরের মানুষ চেনায় ‘নিশিযাপন’

ম্যাজিক লণ্ঠন ডেস্ক

 

ছবির নাম : নিশিযাপন

পরিচালক : সন্দীপ রায়

নির্মাণকাল : ২০০৫ সাল, ভারত

সঙ্গীত পরিচালক : সন্দীপ রায়

ব্যাপ্তি : এক ঘন্টা ৩৭ মিনিট

অবসর গ্রহণের পর পাহাড়ে একটি বাড়ি কিনে বসবাস করতে থাকেন বিমল বাবু।  বাড়িটির স্বাতন্ত্রতা তার অবস্থানে।  অনেকটা পৃথিবীর ভিতরে আরেকটি ছোট পৃথিবীর মতো।

প্রতি বছর ছুটিতে সেই বাড়িতে কলকাতা থেকে বেড়াতে আসেন বিমল বাবুর দুই ছেলে নির্মল ও শ্যামল। এ বছরও বেড়াতে এসেছেন তারা। তবে দলে একটু ভারী।  নির্মলের স্ত্রীর সঙ্গে এসেছে তার ছোটো বোন সুনীতা।  শ্যামলতো আছেই, এসেছেন বিমল বাবুর ঘনিষ্ঠ বন্ধু চা বাগানের মালিক রাজেন বাবু।

অনেক দিন পরের মিলনে সময় ভালোই কাটছিল। বিপত্তির শুরু এক রাতের ভূমিকম্প দিয়ে। হঠাৎ ভুমিকম্পে ভেঙ্গে যায় মূল ভুমির সঙ্গে বাড়িটির সংযোগের একমাত্র পথ ঝুলন্ত সেতুটি।  শুরু হয় সাহায্যের জন্য অপেক্ষা।  আস্তে আস্তে বাড়তে থাকে নানা সঙ্কট।  সাধারণ মানবিক সম্পর্কগুলো ভিন্ন রূপে, ভিন্ন ঢঙে উপস্থিত হতে থাকে।  আর মানবিক চরিত্রের আচরণ নিয়ে খেলা করতে থাকে খোদ প্রকৃতিও।  বেরিয়ে আসতে থাকে চির চেনা মানুষটির ভেতরের মানুষটি।  


অভিনয় : সব্যসাচী চক্রবর্তী, ঋতুপর্ণ সেনগুপ্ত, রাইমা সেন  সহ অনেকে।


সন্দীপ রায় ও তার আরও সিনেমা : প্রপিতামহ উপেন্দ্রকিশোর রায়।  সুকুমার রায় পিতামহ।  আর বাবা সত্যজিৎ রায়।  বলা যায় সন্দীপ রায়ের জন্ম একেবারে শিল্প-সাহিত্যের বলয়ের মধ্যে।  অসম্ভব সব গুণী ও প্রতিভাবান মানুষদের সংস্পর্শে বেড়ে উঠেছেন তিনি।

১৯৫৩ সালের ৪ সেপ্টেম্বর জন্ম নেয়া সন্দীপের কর্মজীবন শুরু ২২ বছর বয়সে; বাবার সিনেমা শতরঞ্জ কি খেলোড়ি (১৯৭৭) এর সহকারী পরিচালক হিসেবে।  নিজে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন ১৯৮৩ সালে ফটিকচাঁদ সিনেমার মধ্য দিয়ে।  ফটোগ্রাফিতে ঝোঁক থাকার বদৌলতে নিজে সিনেমা পরিচালনার পাশাপাশি বাবার জীবনের শেষ তিনটি ছবি গণশত্রু (১৯৮৮), শাখাপ্রশাখা (১৯৯১) ও আগন্তুক (১৯৯১) এ কাজ করেছেন স্থিরচিত্রগ্রাহক হিসেবে।

পরিচালনার পাশাপাশি ২০০৩ সাল থেকে ছোটদের পত্রিকা সন্দেশ এর সম্পাদনার দায়িত্ব পালন করছেন। এটি অবশ্য তিনি পেয়েছিলেন অনেকটা উত্তরাধিকার সূত্রে। সন্দেশ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন উপেন্দ্রকিশোর রায়।

সিনেমা বানানোর ক্ষেত্রে রহস্যময়তাকে সন্দীপ একটু বেশি প্রাধান্য দিয়েছেন। ২০১০ সাল পর্যন্ত ফিচার ফিল্ম বানিয়েছেন ১০টি। এগুলো হলো গোপী বাঘা ফিরে এলো (১৯৯১), উত্তরণ (১৯৯৪), টার্গেট (১৯৯৫), হিমঘর (১৯৯৬), বোম্বের ব্যোম্বেটে (২০০৩), কৈলাশে কেলেঙ্কারি (২০০৭), টিংটরেটোর যীশু (২০০৮), হিটলিস্ট (২০০৯), গোরস্থান সাবধান (২০১০)। এছাড়া তিনি ১৯৮৮ সালে বিখ্যাত সঙ্গীতশিল্পী কিশোর কুমারের ওপর ‘জিন্দেগী এক সফর’ নামে একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করেন।    

 

এ সম্পর্কিত আরও পড়ুন