ম্যাজিক লণ্ঠন ডেস্ক
প্রকাশিত ১৬ ফেব্রুয়ারী ২০২৩ ১২:০০ মিনিট
অন্যকে জানাতে পারেন:
সিনেমা হল নির্মাণ ও সংস্কারে ঋণ নেয়ার মেয়াদ বাড়লো
ম্যাজিক লণ্ঠন ডেস্ক

দেশের চলচ্চিত্র শিল্পের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সিনেমা হলগুলোর সংস্কার ও আধুনিকায়ন এবং নতুন হল নির্মাণের উদ্দেশ্যে স্বল্প সুদে দীর্ঘ মেয়াদী ঋণ/বিনিয়োগ নেওয়ার সময়সীমা চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এ জন্য দেশের কেন্দ্রীয় ব্যাংক একটি বিশেষ পুনঃঅর্থায়ন স্কিম গঠনের কথা জানিয়েছে।
গতকাল বুধবার (১৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে দেশের সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, ‘দেশের যুব সমাজকে সুস্থ ধারার বিনোদনমাধ্যম উপহার দেয়ার লক্ষ্যে আধুনিক মানের নতুন নতুন সিনেমা হল তৈরি হওয়া জাতীয় স্বার্থে আবশ্যক। এ উদ্দেশ্য সামনে রেখে গঠিত পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় অংশগ্রহণকারী ব্যাংক কর্তৃক পুনঃঅর্থায়ন সুবিধা প্রাপ্তির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের নিকট আবেদন দাখিলের সময়সীমা ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখ পর্যন্ত নির্ধারিত ছিলো। আলোচ্য তহবিলের সিংহভাগ অর্থ ব্যবহৃত রয়েছে। অন্যদিকে উল্লেখযোগ্য সংখ্যক গ্রাহক এ তহবিলের আওতায় ঋণ/বিনিয়োগ গ্রহণে ইচ্ছুক।’
নির্দেশনায় আরও বলা হয়েছে, ‘সার্বিক বিষয়াদি বিবেচনান্তে আলোচ্য স্কিমের আওতায় গ্রাহক পর্যায়ে ঋণ বিতরণোত্তর অংশগ্রহণকারী ব্যাংক কর্তৃক পুনঃঅর্থায়ন সুবিধা প্রাপ্তির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের নিকট আবেদন দাখিলের সময়সীমা ৩১ ডিসেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হলো।’
এ সম্পর্কিত আরও পড়ুন