Magic Lanthon

               

ম্যাজিক লণ্ঠন ডেস্ক

প্রকাশিত ১২ জানুয়ারী ২০২৩ ১২:০০ মিনিট

অন্যকে জানাতে পারেন:

হলশূন্য রাজশাহীতে আগামীকাল খুলছে স্টার সিনেপ্লেক্স

ম্যাজিক লণ্ঠন ডেস্ক

স্টার সিনেপ্লেক্স রাজশাহী শাখার ভেতরের চিত্র


হলশূন্য রাজশাহীতে আগামীকাল শুক্রবার যাত্রা করছে দেশের সবচেয়ে বড় মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্স। উদ্বোধনের পর ১৪ জানুয়ারি শনিবার থেকে সাধারণ দর্শকরা টিকিট কেটে সেখানে সিনেমা দেখতে পারবেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন জানিয়েছেন স্টার সিনেপ্লেক্সের মিডিয়া অ্যান্ড মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেসবাহ উদ্দিন আহমেদ।

তিনি জানান, নগরীর বুলনপাড়া আই বাধ সংলগ্ন বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কে একটি হল নিয়ে এই সিনেপ্লেক্স নির্মাণ হয়েছে। এতে মোট আসন সংখ্যা রাখা হয়েছে ১৭২টি। বরাবরের মত নান্দনিক পরিবেশ, সর্বাধুনিক প্রযুক্তিসম্বলিত সাউন্ড সিস্টেম, জায়ান্ট স্ক্রিনসহ বিশ্বমানের সিনেমা হলের যাবতীয় সুযোগ-সুবিধা এখানেও থাকছে।

নতুন এই শাখা নিয়ে স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল জানিয়েছেন, রাজশাহী দেশের ঐতিহ্যবাহী একটি শহর। এখানে প্রচুর সিনেমাপ্রেমী দর্শক রয়েছেন যারা স্টার সিনেপ্লেক্সের মত একটি মাল্টিপ্লেক্স প্রত্যাশা করেন। অনেকেই বিভিন্ন মাধ্যমে আমাদের কাছে দাবি জানিয়েছেন। সেই দাবি পূরণের কাজটি করতে পেরে আমি আনন্দিত।

প্রসঙ্গত, ৯০ দশকেও রাজশাহীতে সাতটি সিনেমা হল ছিলো। কিন্তু ২০১০ সালের পর চলচ্চিত্রের দুরবস্থা শুরু হলে একে একে বন্ধ হতে থাকে নগরীর সবগুলো হল। সবশেষ ২০১৮ সালে বন্ধ হয়ে যায় শেষ সিনেমা হল ‘উপহার। ফলে একেবারে হলশূন্য হয়ে যায় পদ্মা তীরের শহরটি। সেই শূন্যতা কাটিয়ে স্টার সিনেপ্লেক্সের মাধ্যমে দর্শকরা পুনরায় হলে ফিরবেন বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

এ সম্পর্কিত আরও পড়ুন